এতবড়ো জানালা দিয়েও
অপরিসর আলোদের মাথা হেঁট করে ঢুকতে হয়-
শুধু একটু উষ্ণতার ছোঁয়া দেবে বলে ;
ও জানেনা নীলপদ্মের মতো বিকশিত চোখ
কি চায়!
কতোটা একস্ট্রা দিলে
বাঁদিকের পিঞ্জর খুলে
একটা স্থায়ী আসন গড়ে নেওয়া যায়-
ভাষাবিহীন, বাক্যবিহীন, শব্দবিহীন
বিস্তৃত এক নয়াবসত
যেখানে আজও পৌঁছায়নি
আলোকের পূর্ণ স্বীকারোক্তি ॥