চাঁদের শরীরে জোছনার দাগ এঁকেছি,
দ্যুতিমান আলোর ঝলকে নিস্প্রভ অঙ্কন
ফেটে পড়ে সন্তাপে;
তারপর সূর্যের উত্তাপে পুড়তে পুড়তে
আজ ওর বুকের
কালো দাগ হয়ে জেগে আছি।
সূর্য ওকে জ্বালায়
পুড়ায়
ও আলো দেয়
তোমরা আলো মাখো
আমার আন্তরিক দাগ দিয়ে ওকে বিচার করে
তোমরাই আবার  ওকে কলঙ্কিনী বলে ডাকো॥