তোমার বাতিল রাবিশগুলো দিয়ে
আমার ভাবনার ঘর সাজাতে দাও;
স্বপ্নের ভাঙা দেওয়াল জুড়ে
ভরে থাক তোমার দান    আর
আমার একান্ত নিজস্ব কিছু প্রাচুর্য ;
মনের সরণী ধরে হাঁটতে হাঁটতে
যদি এসে পড়ো কোনোদিন
স্বপ্নের পোড়ো বাড়িতে
তোমার দু-দন্ড অবকাশের সাক্ষী হবে
একটি নির্জন কবিতাবাসর;
মুখোমুখি তুমি ও দেওয়ালের ছবিতে
সাক্ষাতে সাক্ষাতে
কবিতাও শিখে নেবে কথা বলতে;
তুমি শুধু নির্বাক শ্রোতা হয়ে থেকো
মাত্র কয়েকটি মূহুর্তের জন্য ॥