পড়ে পাওয়া চোদ্দআনা স্বাধীনতার পুকুরে
ছিপ ফেলতে ফেলতে
একদিন ঠিক তুলে নেব গণতন্ত্রের মৎস্য ;
হা-মুখ কাতলা যদি
ফাতনা ধরে টানাটানি করে
তবে ছিপ নয় বল্লম গেঁথে দেব ওর মাথায় ;
রক্তাক্ত জলে নেমে তুলে আনবো
ওর আঁশটে শরীর ;
তারপর সাম্যবাদের কড়া তেলে ভেজে
সাজিয়ে তুলবো সতন্ত্রতার ডাইনিং টেবিল
একশো বিশ কোটি মানুষের তৃপ্তির ভূরীভোজ।
মুড়োটা কিন্তু আমারই চাই
পেটিটা ভাইয়েদের পাতে
বাকি ধড় ও লেজ আমার আত্মীয় -স্বজনদের
উচ্ছিষ্ট এবং কাঁটাগুলো তোমরা পেলেও পেতে পারো
তাই তোমরা এখন থেকেই না-হয়
নিরামিষাশী হবার চেষ্টা করো ॥