বৃষ্টি নামার গন্ধ টের পেলে
শামুকেরা পা ফেলে
এক পা দু-পা
খোলসের আবরণ খুলে
বেরিয়ে আসে মাংসল অভিলাষ ।


বেলাভূমির শরীরে আঁকা হয়
কয়েকটা শৈল্পীক দাগ-
নগ্নপদের মোচড়ানো রেখাচিহ্ন।


ঝমঝম বৃষ্টি এলে
রেখাগুলো কখন যে নিশ্চিহ্ন হয়ে যায়
শামুকও জানে না
বৃষ্টিও না ॥