অভঙ্গুর চক্রব্যুহে বন্দি এযুগের অভিমন্যুদেরও রথ থামে
আবর্তীত কুরুক্ষেত্রের পথে পথে
তবুও দুর থেকেই শ্রীকৃষ্ণ বাজিয়ে যায় পাঞ্চজন্য
অর্জুনও নামিয়ে রাখতে পারেনা রক্তাক্ত গান্ডীব;
সময়ের ধুলো জমে গান্ধারীর চোখের কালো পর্দার বাঁধনটাও
আজ  অনেক আঁটোসাঁটো
তোমার- আমার, আমাদের -তোমাদের
দুর্যোধনের ভাঙাজানুর মতো সম্পর্কগুলোও
তাই  আজ অনেক বেশি অপার্থিব ;
মেরুদন্ডহীন পার্থিব মহাভারতে ।
তোমার -আমার ,আমাদের- তোমাদের সুপরিচর্চায়
শকুনিরা বাড়ে  সম্পর্ক সুত্রে ॥