স্পর্শে আন্তরিকতা না থাক
ক্ষুদ্রান্ত্রের দেওয়ালে চাপা পড়ে
বিষাক্ত আঁচড়ের আতঙ্ক ;
কাঁচা টাকার গন্ধে মিলিয়ে যায়
তুষ পোড়ার গন্ধ ।


পুষ্পের শরীরে
ভ্রমরের পোশাকি মৌতাতে
পুষ্প কি শুকিয়ে যায় !
বড়জোর রেখে যায়
দু-একটা আঁচড়ানো
ছোপ ছোপ কলঙ্ক ।


বেঁচে থাকার আনন্দে
ডিটারজেন্টের বিজ্ঞাপনের মতো
একদিনগেয়ে উঠলাম -
- দাগ আচ্ছে হ্যায়্.........॥