তুমি কি জানো ?
রাতকথার বিছানায়
শুয়ে থাকে ব্যাপিত জোৎস্না ;
ইউক্যালিপটাশের আড়ালে
ঝুলে থাকা বাঁকা চাঁদ
রাত্রির কানে কানে রেখে যায়
বাচনীক প্রতিশ্রুতি ।
ব্যতিহারিক শব্দের অভিলাষে
গড়ে উঠবে
আরও একটা তাজমহল ;
কৈশোরের ভালোবাসা
খুঁজে আনবে ঈশা -
যদি থাকে নিশার পূর্ণ মৃত্যু সম্মতি ॥