কাকভোরে নাইতে নামে
ক্ষয়িষ্ণু রাত ।
বাঁধানো ঘাটের সিঁড়িতে
পড়ে থাকে বাসি অন্তঃর্বাস ;
শিহরণে জেগে ওঠা কবন্ধ শরীরে
শরীর পোহানো এখন সমাপ্ত প্রায় ।
ভ্রাম্যমান বুদবুদে কম্পিত কোরাস-
প্রভাত ! তুমি পরিয়ে দাও
বোতাম খোলা
নবীন অন্তঃর্বাস ॥