অসংযমী চোখে ধরতে চেয়েছিলে
ঘৃণার স্ফুলিঙ্গ ;
অথচ খোলা ছিলো মনের কপাট ।
পৌরুষ চেয়েছিলে !
অথচ বোঝনি
কতটা হেঁটে এসেছি বরফের মাঠ ।
তোমার দিগন্তে
এই নাতিশীতোষ্ণ পোতাশ্রয় বাহুদুটো
প্রসারিত করলাম আজ আবার ;
বালিকা ! ঋতুকাল শেষ হওয়ার আগে
আয়োজন করো
আর একটা স্বয়ংবর সভার ॥