এমনকি সেদিনের বিরক্তিটাও
ভুলে থাকার সংকল্প করেছিলো
বিচ্ছিন্ন গতিপথগুলোকে ;
ঝলমলে আলোকের দিকে
হাঁটতে হাঁটতে
সীমানা চিহ্নিত একটা ফলকের চোখে
দেখছিলাম অসীমের স্বপ্নাচ্ছন্নতা ;
অথচ তার শান্ত স্থির বাহুদুটির বল্কলে
আঁকা ছিলো একটা বিপদসংকেত-
" না - এগোনোর " ।
ক্ষণিক থেমে ওর মানচিত্র পাঠ করে
যখন কোনো বিরক্তির চিহ্ন খুঁজে পেলাম না
তখন , ওকে কোলে তুলেই
দৌড়তে শুরু করলাম -
একটা অজানা সভ্যতার ভিতর ॥
আজ তার চোখে স্বপ্ন নেই
শুধু ঘুম ॥