ইদানীং বেঁচে থাকার আবর্তে
ক্রমশ শীর্ণ হচ্ছে ফুসফুস ;
জৈবিক নিঃশ্বাসের জ্বালানি নিয়ে
শরীরের গলিঘুজিগুলোও
আজ বড্ড বেশি দাহ্য মনে হয় ।


স্বচ্ছ নদীতে নেয়ে আসা
একটা তপস্বী মানুষ -
সন্যাসে এসেও
পার্থক্য খুঁজে চলে --
কোনটা আগ্নেয়গিরি
কোনটা বেশ্যালয় ॥