একমুঠো গণতন্ত্র পেলে-
বেঁচে যেত বাগদিদের ছেলেটা
আজ চার দিন কিছুই পেটে পড়েনি তার।
একমুঠো গণতন্ত্র পেলে-
ইলিয়াসের মুখে একটু হাসি ফুটতো
পাঁচবছর আগে এম.এসসি পাশ করে আজও সে বেকার ।
একমুঠো গণতন্ত্র পেলে-
মহুয়া দাস নির্ভয়ে কাজে যেতে পারতো
জমি বাঁচানোর লড়াইয়ে যে খুইয়েছে বাপটাকে
মা-টাও বিছানাগত ।
একমুঠো গণতন্ত্র পেলে-
সারা গোমসকে রোজ রাত্রে রাস্তায় এসে দাড়াতে হতো না
রাতের রাস্তায় ধর্ষিতা হয়ে রাস্তাই আজ যার ঠিকানা ।
একমুঠো গণতন্ত্র পেলে-
আমাদের সকালগুলো সত্যিকারের সকাল হতে পারতো
থাকতো না অন্ধকারের কালো কালো নিশানা ।
একমুঠো গণতন্ত্র ! কোথায় আছে জানো?
শুনেছি সংবিধানের পাতায় ওর বাস ছিল
আজকাল চুরি গেছে
লুটে খাওয়া অজীর্ণ নেতাদের মুঠোতে
যাদের আজ ক্ষুধা নেই কোনো
তবুও ওদের মুঠোতেই বন্দি ॥