রক্তের শোক ভুলে
নির্জন মুখে খেলে প্রশান্তির রোদ ;
ইঞ্জেকশনের সূঁচের মতো
লম্বা তিক্ততা নিয়ে
বন্ধ হয় আসক্তির দরজা ।
বিজ্ঞাপনি মুখোশের গাল বেয়ে
সিঁড়ি ভাঙে গূঢ় পাপ ;
এদিকে  অচেতন কবিতার সাথে
নীল বর্ণমালার সখ্যতায়
উহ্য হয় মার্জিত শরীর ...
এক পেগ - দু'পেগ - তিন পেগ করে
উপচে পড়ে  দু-টুকরো কলিজা ॥