একটু একটু করে শুষে নিচ্ছো ক্লোরোফিল
শিকড়ের চারপাশে ছেয়ে দিচ্ছো
স্তরীভূত কঠিন শিলা -
প্রত্যয়ী ছুঁতে চাওয়া ফল্গুর স্রোত
না তা আর হলোনা ।
আমার সজীবতা ?
হয়তো ছিলো কোনোদিন !
তোমার প্রখর তাপে
ধীরে ধীরে খসিয়ে ফেলছি ডালপালা
প্রেম নাকি প্রকৃতি !
তোমাকে যে নামেই ডাকি না কেন-
মনে রেখো , আমার কাছ থেকে
অক্সিজেন চেয়োনা ॥