যখন রাত্রি মোচন করে তোমার উদ্ধত পৃথিবী
আমার নিশুতিবিলাস প্রগাঢ় হয়
রঙিন জলের গ্লাসে -
ক্ষুধার্ত শিরাগুলো ক্ষয়িষ্ণুতার ক্লান্তি ভুলে
ততক্ষণে ঘোর লাল -
বহুকাল পুড়িনি এমন আগুনে
আমার আস্তিন , আমার কলার
পোশাকের ভিতর আচ্ছন্ন আদুল শরীর
পুড়িয়ে দাও শোণিত নিঃশ্বাসে ।
জলের কানে কানে আমি তাই বলি ,
আমাকে ভেজাতে এসোনা
আমি পুড়ি , তুমি জানো...সে জানে ?