এ এমন এক আশ্চর্য আয়না
যার পাশ ঘেঁষতে ভয় পায়
আগোছালো প্রতিবিম্বগুলো ;
নিরাপদ দূরত্ব থেকে
বাড়িয়ে দেওয়া আহত দৃষ্টির ক্যানভাসে
সাদা-কালো প্রচ্ছদ আঁকে
কিছু ভাঙা সংলাপ ।


নাগরিক রাস্তায়
পাথুরে স্ফটিকের দেহভারে সমাহিত সূর্যের
ফেলে যাওয়া আগুনে সেঁকে নিই
আমাদের পরস্পর মৌলিক ক্ষতগুলো
যদি কোনোদিন ফিরে পাই কৈশোরিক উত্তাপ !