যে ফুলের সুগন্ধে সারা আঙিনা সুবাসিত,
যে ফুলের সুবাসে স্নাত হয়ে হৃদয় সৌন্দর্যের শিখরে আরোহণ করে,
তাকে আমরা মনে রাখিনা;
মাড়িয়ে দিই হৃদয়ের গালিচায়।


যে ঝলকানিই থকথকে অন্ধকার বিদীর্ণ হয়,
যে আলোর বন্যা ভাসিয়ে নিয়ে যায় আমাদের সময়ের কালো পতাকা,
তাকে আমরা স্মরণ করিনা;
তাচ্ছিল্য করে নিভিয়ে দিই অবিবেকি ময়দানে।


যে ঝর্ণার জল তলতলে ক্লিন্ন আঙিনা ধুয়েমুছে সাফ করে,
যে ঝর্ণার গতি আমাদের হৃদয়ের গতি পথকে স্বচ্ছল ও সাবলিল করে তোলে,
তাকে আমরা স্মৃতির পর্দায় খাটিয়ে রাখিনা;
অপ্রসিদ্ধ ও ঘৃণ্য বলে নিক্ষেপ করি অহংকারী কেদারায়।


আসলে আমাদের মনের ময়দানে হিংস্র ঘাসের আস্তরণ,
আমাদের হৃদয়ে অবিবেকি মাটির জমাটি আড্ডা,
আমাদের মস্তিষ্কের ঘিলু অবদান্য বাদ্যিই বাহু তুলে নাচতে অভ্যস্ত।