রাতের বেলা গানের তালে ঘুম পাড়িয়ে দিয়ে
কোথায় গেল আমার বুড়ি হাত ব্যাগটি নিয়ে ,
দিনের বেলা খেলার সাথি দিত করিয়ে চান
সাঁঝের বেলা দিতাম মার ভুল করলে গান l


মাঠের ধারে তুললে শাক দিত বসিয়ে আলে
কাঁদলে পরে জড়িয়ে বুকে হামি দিতেন গালে ,
বাবার কাছে বললে বুড়ি দিত আমায় বকে
বলত বাবা আমার মাতা দুঃখ দিসনা ওঁকে  l


বলতে তুমি বললে বুড়ি দিবে আমায় ভাত
বাবার কথা শুনিস যদি দিব গুঁড়িয়ে হাত ,
নাওয়া ঘরে ঢুকলে বুড়ি দিতে অনেক গাল
জানলে বাপি তোমায় বকে ডেকে আনত কাল l


ঠাকুমা বলে বাবার কাছে আমি যখন ডাকি
ফোকলা মুখে জোয়ার এনে মুখ দিতেন ঢাকি ,
সকল কাজ ফিনিশ করে দিত তোমায় বিশ্রাম
কানটি মূলে বকুনি দিতে আমি করলে প্রণাম l


সবাই তোমার ভালো মানুষ বুড়ি শুধুই আগাছা
ওনার জন্য তোমার হল পূর্ণ মনোবাঞ্ছা ,
তোমার জানা উচিত মাগো আমি হবোই বড়
আমার বিয়ে হলেই তুমি হবে ঠিকই জড় l