আমার এক বুক আগুন
তাতেই দাহ করে যাব সমাজের জঞ্জাল
রচিত করব ঘাসের ডগায় মুক্ত কণা
যার শোভায় শোভিত হবে এ যাত্রাপথ।


জানি একদিন বিদায় নিতে হবে,তবুও
বুকের বুচকির উস-খুস করা বারুদ
আওয়াজ করতে চাই,যার
প্রবাহ প্রতিধ্বনিত হবে ততদিন,
যতদিন মানব প্রজাতির দীপ দেদীপ্যমান।


একদিন ভবের আঙিনায় পঞ্চভূতে লিন হব,তবুও
এ সাগরের ঢেউয়ে যা কিছু রেখে যাব
তা তরঙ্গায়িত হবে অবারিত-
শ্রেষ্ঠ প্রাণীকুলের পর্দায়
যতদিন মানব প্রজাতি স্রোতঃস্বতী।


একদিন বিচ্ছিন্ন হব দেহ থেকে
তোমরা কাটবে বাঁশ,নিম,আম, জাম...
পাকাবে বিচুলি,খুঁড়বে চুল্লী
আর আমি?বিদেহী আত্মা শুকবে
তোমাদের স্পন্দনে আমার স্বরবর্ণ।