আমি আজও ...
প্রশান্ত কুমার ঘোষ


আমার পলাশ বুকে,দাউ দাউ করে জ্বলছে তারুন্য
হঠাৎ হাতে হাত,চোখে চোখ রাখল এক ধৈর্যচ্যুত লাবণ্যময়ী
হাতটা টেনে তার বিবস্ত্র বুকে বুলিয়ে বললে,
খুঁড়তে থাকো,শুধু খুঁড়তেই...।
আমি মনের বুলডোজার নামিয়ে খুঁড়েই চলেছি
সে বললে আরো আরো আরো...।
আমি যত খুঁড়ি ততই দেখি
ঊষার উত্তাল
জোছনার জ্যোতি
আরোগ্য আকাশ
আনন্দের আগ্নেয়গিরি
ফুলেল ফাগুন
সুপ্ত স্বপ্নের সমীরণ;
আমি আজও খুঁড়েই চলেছি ।