আমি মজুর,
এক থালা ভাত
একটা শুকনো লংকা
এক খন্ড পেঁয়াজ
গেঁড়ি-গুগলির ঝাল ।


আমি মজুর
একটা ঝুপড়ি; খোলা ছাদ
বৃষ্টির হালুম শব্দে ঝাঁপ
জ্যৈষ্ঠ সূর্যের ডাইনোসরের মত  রাজত্ব
লু টাইফুনের জমাটি আড্ডা।


আমি মজুর
কাজ করি, খেতে পাইনা
বাড়ি করি ,থাকতে পাইনা
রং করি , রঙিন হয়না
ড্রাইভ করি,ট্রাভেল করিনা ।


আমি মজুর
নেতা বানায়, ন্যায্যতা পাইনা
ভোট দিই,ভাতকাপড় জুটে না
ভাগ্য গড়ি , ভাগ্যবান হয়না
সব করি , সৌভ্রাতৃত্ব পাইনা ।


আমি মজুর
তৃণের মত তুলতুলে
আমার বুকে হেঁটে যায় রাজত্ব
আমার উপরই রক্তের আলপনা
আমিই মুখ থুবড়ে পড়া লাশ ।


আমি মজুর
অর্থের অভাবে অভদ্র-অনাবৃত-অবহেলিত
শিক্ষার সংক্ষিপ্তে শোষিত-সংকুচিত-শোণিতাক্ত।


আমি মজুর
গর্বের ভুবন আমার
আমার শ্রমের ভিতেই দাঁড়িয়ে আছে ঈশ্বরের প্ল্যাটফর্ম
আমার রক্ত মাংসের কিমাই সকলের দাঁত রঙিন
আমার জন্যই সভ্যতার চরৈবেতি।