এতদিন বলতে পারিনি আমি, আজ বলছি
সংকোচের মুন্ডু ছেদন করে নতজানু হয়ে
আমি তোমাকে ভালোবাসি।


এতদিন বলতে পারিনি শুধু দেখেছি সংগোপনে
দূর থেকে গাছের আড়াল হতে
তোমার ভেজা শরীরের জোছনা মেখেছি আর বলেছি মনে মনে
আমি তোমাকেই...।


এতদিন বলতে পারিনি, শুধু ঝর্ণা মেখেছি
আর চুয়ে পড়া স্রোতে সাঁতার কেটেছি
মনের অলিন্দে স্বপ্ন সাজিয়ে মালা গেঁথে পরিয়েছি
আর স্বপ্নের উপর আঁকিবুকি কেটে লিখেছি
আমি শুধু তোমাকেই ...।


এতদিন বলতে পারিনি,শুধু ডানা মেলেছি
গাংচিলের মতো শূন্যে বিচরণ করেছি
তপ্ত মাটিতে,সুপ্ত পলিতে, টিনের চালে ,গাছের ডালে...
ঠোঁট ঢুকিয়ে তোমার নিস্যন্দ খুঁজেছি
অতৃপ্ত ঠোঁটে মেখেছি তোমার আঘ্রাণ,
আর দীর্ঘশ্বাস ছেড়ে বলেছি
আমি কেবল তোমাকেই...।


এতদিন বলতে পারিনি,শুধু শুয়েছি
মরুভূমির তপ্ত বালিতে, বুক চিতিয়ে
শুধু একখণ্ড মেঘের গুড়গুড় ডাক শুনার চেষ্টা করেছি
আর দগ্ধ বুকে অতৃপ্ত চুম্বন লেপনের সংকল্প করেছি
বালির ঝুনঝুন শব্দে শুনতে চেয়েছি তোমার কণ্ঠে
তুমি শুধু আমাকেই...।