ব্যস্ত বিকালের তটে বসে আছি,
চারিদিকে অবিশ্বাসের ঘন কুয়াশার ঘেরাটোপ,
মনের কুঠিরে লন্ডভন্ড সততা,
শুধু দু একটা পদদলিত সবুজ তৃণ থেকে
ফুল মাথা উঁচু করে পাপড়ি মেলছে,
তাদের নির্যাস চুইয়ে পড়ছে প্রকৃতির কোলে,
প্রকৃতির অলৌকিক বানী
তুই কিছুনা হতে পারিস
এমন একটা ফুলও তো হতে পারিস
যার সুশোভন সাজে অন্ততঃ কিছুটা নির্মল করব
তোদের কুঁকড়ে যাওয়া মৃতপ্রায় মনুষ্যত্বকে ।