চলো আরো একবার মন ছুঁয়ে ঘর বাঁধি
সব উপত্যকা পার হয়ে নিবিড় নির্জনে
মাটি গাছ লতাপাতা ঘেরা অরণ্যের তটে,
অথবা থৈ থৌ জল কাঁড়ির মাঝের বদ্বীপে
দুরূহ!তবুও বুকের ভিতরে স্পর্ধা,সূর্য
শুধু তোমার তলতলে আশ্লেষ আতিশয্যে।