প্রতিদিন পাঁচটায় নিদ্রা নেয় ছুটি
চটপট মুখ ধুয়ে খাই দুটি রুটি।


রামকৃষ্ণ জন্মস্থানে পৌঁছাই ছ'টায়
একাদশ-গ্র্যাজুয়েট কোর্সের পড়াই।


ছোট ছোট দলে আসে ছাত্রছাত্রী গণ
নিজ জ্ঞান দক্ষতাই পড়াই দর্শন।


খুশি হয়ে তারা সব দেয় কিছু টাকা
তা নিয়েই চলে বেশ সংসারের চাকা।


কাজ সেরে বাড়ি ফিরি দুপুর একটা
স্নান খায়া ক্লান্তি নাশে সময় কিছুটা।


আড়াইটা বাজলেই ছাত্র ছাত্রী আসে
অপরাহ্নে এক মনে থাকি বসে ঘাসে।


সন্ধ্যাকালে সেবাঞ্জলি নিয়ে বসি সবে
পাঠ নিই জীব প্রেম কর্ম পড়ে রবে


অপেক্ষায় থাকে ছেলে এসো ঘরে বাবা
দেরি হলে অভিমানে করে দেয় হাবা।


খেলাধুলা গল্প কথা জমে যায় বেশ
ভোজনের পর্বে থাকে আনন্দের রেশ।


বউ ছেলে মহানন্দে পাড়ি দেয় ঘুমে
কাব্য চর্চা চলে ভালো শব্দহীন রুমে।


ধীরে ধীরে রাত হাঁটে চোখ আসে বুজে
প্রাত্যহিক ক্রিয়া কান্ড চলে এতো যুঝে।