গনতন্ত্র মানে
এক ফালি ফুরফুরে বাতাস; সকলের জন্য
এক ঝলক সুবাস সকলের জন্য
এক পশলা রোদ সকলের জন্য,
এক ঝাঁক তারা সকলের জন্য
এক আঁচলা রূপালী ঢেউ সকলের জন্য
এক চাঁই মেঘ সকলের জন্য।


গনতন্ত্র মানে
জনগনের ভাষা উন্নয়নের জন্য
জনগনের শাসন চেতনার জন্য
জনগনের অংশগ্রহন প্রগতির জন্য,
জনগনের মঞ্চ সততার জন্য
জনগনের মিলন একতার জন্য
জনগনের রায় ন্যায় বিচারের জন্য।


গনতন্ত্র মানে
ভোট,নিজের ভোট নিজে দেয়া
জোট,সম মতাদর্শে বিশ্বাসী মানুষের
প্রার্থী,রাজনৈতিক ক্রিয়াকান্ডে সামিল করার,
নির্বাচন,আমার মতাদর্শে আমার পছন্দের মানুষ
উল্লাস,প্রগতির শিখরে আমার দেশ
জয়ধ্বনি,সুমহান শান্তি আর মানবতার ।