বিট্প থেকে কলিকা
কলিকা থেকে বিকাশ
বিকাশ থেকে বিস্তার
বিস্তারেই সুবাস
তারপর কালের নিয়ম
স্থবিরতা
একটি একটি করে পাপড়ি খসা
ধীরে ধীরে পঞ্চভূতে লীন
শুধু রেখে যায় বীজ
আবার নতুন সম্ভাবনা
বীজের মধ্যে স্বপ্ন
স্বপ্নরা শাখা প্রশাখা মেলে
একটি নতুন বৃক্ষ হয়ে
স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা
এভাবেই নেতির নেতিকরণ চলতে থাকে
শুধু বেঁচে থাকার জণ্য l