সমাজে হাজার হাজার মোমবাতি-
কোষে-কোষে তড়িৎ সঞ্চার করে,  
স্নায়ুকে পুষ্টি বিতরণ করে
কণিকাকে রাখে সতেজ।


নিজের নির্যাস নিগড়ে
প্রদীপে প্রদীপে রসদ যোগান দেয়,
জ্বালিয়ে রাখে জীবনের বহ্নিশিখা
বাঁচিয়ে রাখে মহাকাশের মঞ্চে লক্ষ লক্ষ তারার অস্ত্বিত্ব।


ধীরে ধীরে নিজের অস্ত্বিত্ব সংকটের দরজায় কড়া নাড়ে
কখন কালের গর্ভে গলতে গলতে পলতেটিও...
সে নিজেও জানেনা
জানতে চেষ্টাও করেনা,
নিভন্ত পলতে পোড়ার গন্ধেই
পদ্ম পাতার মুক্ত কণা পতিত হয়
বিশ্ব দীঘি কি তাদের মনে রাখে?


সে জানে-
তার সৃষ্টি কর্মের জন্য
কর্মই ধর্ম-এই মহান ব্রতই সত্য
এই সত্যই ঈশ্বর,
এই ঈশ্বর প্রাপ্তিই তার পরম প্রাপ্তি
এই প্রাপ্তিতেই তার স্বার্থকতা।