দিবস সব বিবশ হয় বিশেষ দিন ছাড়া
হাসির পালা খুশির তালা একটি দিনে খাড়া,
বছর ভোর থাকবে তোর নিশার ঘন কালো
দিবস দিনে সবাই মিলে যতই জ্বালি আলো।


বিশেষ দিন পালন মানে করুণা করা ক্ষণ
আগামী দিনে কয়েদি হয়ে রবে আপন জন,
রঙিন ফুলে স্বাগত পেয়ে বিস্মৃত হও গত
শাণিত অস্ত্রে নতুন করে আসছে বহু ক্ষত।


যেই মেয়েটি ইঁট ভাঁটায় করতে থাকে কাজ
যেই মেয়েটি নক্সী কাঁথায় আঁকে সবুজ সাজ,
যেই মেয়েটি বাড়ির কোণে থাকে অন্যের মতে
সেই মেয়েরা কখনও কি পারে স্বাধীন হতে?