ওই যে মেয়েটাকে দেখছ,
নাকে নোলক
হাতে চুড়
পায়ে নুপুর
গলায় নেকলেস
ঠোঁটে লিপস্টিক
ও শ্রদ্ধেয়া নয়,অহংকারী, নির্দয় আর স্বার্থপর।


ও ভীষণ অহংকারী,ওর এক ক্লাস ফ্রেন্ড গরীব বলে কথা বলে না,পাশে বসে না,তাকে দেখলেই নাক চেপে চলে যায়।


ও অত্যন্ত নির্দয়,বেশ কিছু দিন অসুস্থ মা রান্না করতে পারেননি বলে তাকে তিরষ্কার করে,মা বলে ডাকে না।


ও অতি স্বার্থপর,ওর প্রেমিক চাকরি পেল না বলে মনের বাগান থেকে উপড়ে নর্দমায় ফেলে দিল।


ওই মেয়েটা গরম কে ঘৃণা করে,আম, জাম,লিচু চায় না;
প্লাবন কে পিশাচ বলে,আউশ ফসল চায় না;
শরৎ কে অভিশাপ বলে,অমল সময় চায় না;
হেমন্ত কে হিস্টিরিয়া বলে,নবান্ন উৎসব চায় না;
শীত কে শয়তান বলে,শিশির শোভা চায় না;
বসন্ত কে মসূরিকা বলে,কৃষ্ণচূড়া আর সবুজের আগমন চায় না,
ওর কোন ঋতুই ভালো না,পরিবর্তনের পূর্বাভাস পছন্দ না,কোন পরিবর্তনকেও স্বাগত জানায় না।


ওই মেয়েটা কোন কিছুকেই সম্মান দেয় না
নিজে যেটি বলে, সেটি জ্ঞানবাক্য
নিজে যেটি করে, সেটি সৎকর্ম
নিজে যেখানে যায়,সেটি তীর্থস্থান
নিজে যেটি ভাবে,সেটি মহাভাব
নিজের ছাড়া বাকি সবই মিথ্যা,সবই বিষময়।


ওই মেয়েটা রাতে সূর্য চাই,রোদের ভয়ে
দিনে চাঁদ চাই,আলোর তরে।


মানুষ হতে হলে ফুল হতে হয়
অপরের জন্য প্রস্ফুটিত হতে হয়
অপরকে সুগন্ধে বিভোর করতে হয়
অপরকে সৌন্দর্যের পরিবেশে স্থাপন করতে হয়
অস্তিত্বের জন্য কিছু রেখে যেতে হয়
ও মরুভূমি হতে চায়,কিন্তু মরুভূমিতে বৃষ্টি হতে চায় না।