নারী তোমার ওড়নার ভাঁজে ভাঁজে অক্ষর গুলো বাঁধা
বাতাস সাথে পত পত করে ওড়ে
দোলা লেগে টুপটুপ করে শরতের  শিউলির মত পড়ে,
আমি স্নিগ্ধ ভোরে কুড়িয়ে গন্ধ সুকি
হারিয়ে যায় মাতাল করা সৌরভে
কুঞ্জের উঠানে বসে মালা গাঁথি ;
তাতে মিশিয়ে দিই আমার গহনের প্রসবন
তুমি আমার প্রসবনে ছিটিয়ে দাও প্রণয় সুধা
আমি পান করি আর ভ্রমরের মত গান করি ।