ফুলের বন্ধু আমি,আমার বন্ধু ফুল
হৃদয়ের বাহুডোরে বাঁধা আমরা দুজনে।
ফুল তার গহনের কথা উজাড় করে বলে,
আমি শূন্য ভাণ্ডার পূর্ণ করে নেবার জন্য
জ্ঞানের থলি পেতে পাপড়ি ছুঁয়ে বসি।
ফুল বলে সন্তানের মত লালন-পালন কর বলেই
আমি তোমাদের সৌন্দর্য দিতে পারি,
বাতাসের উজানে ছেড়ে দিই আমার নির্যাস-যা
তোমাদের হৃদয়কে নিষ্কলুষকরে তপ্ত মনকেশীতল করে;
সৌন্দর্যময় সুবাসিত ক্যানভাসে যৌবনের স্বাদে বিহ্বল হয়ে পড়।


দোদুল পুষ্প আরো বলে যখন তোমরা
ভক্তি ভরে তুলে সাজিতে সাজিয়ে রাখো,
সুন্দর করে ধূপ-ধূনো-ঘণ্টা সহকারে
ভক্তিময় ছন্দে আমায় নির্বাণ এনে দাও  
তখন আমি স্বার্থক,
তোমরা উত্তম গন্ধে সর্বোত্তম মন চাষ করে
ঈশ্বরের চরণে আমাকে দিয়ে আমার নির্বান এনে দাও-
আমাকে ধন্য কর;ধন্য হও তোমরা।
ফুলের সুবাসিত মিষ্টি ভাষণে আড়ষ্ট হয়ে, ভাবতে থাকি
আমার হৃদয়টিকে যদি ফুলের মত করতে পারি
তাহলে নিশ্চয় ফুলের মত সমাজের কাছে নৈবেদ্য হয়ে স্থান পাবো;
রচিত হবে শান্তির সুবাসিত চাতাল-মনের দ্বারে বসন্তের আগমনি বার্তা।