আমাদের ছোট গ্রাম বাঁশ বনে ঢাকা
গাছেদের সাথী হয়ে মিলে মিশে থাকা,
কেয়া বনে সাপ গুলি করে ফোঁস ফাঁস
পুকুরের ধারে বসে ডেকে চলে হাঁস l


লতাপাতা খেলা করে বাতাসের তালে
ও পাড়ার ছেলেগুলি ঘাস কাটে আলে,
জল হলে চারিধার হয়ে যায় কাদা
শরতে নদীর পাড় কাশে হয় সাদা l


ভরা নদী জল ঠেলে এনে দেয় বান
কচি কাঁচা চান করে গেয়ে চলে গান ,
দল বেঁধে সারি করে আনে সবে জল
সবে মিলে এক হয়ে খাই পাকা ফল l


কদমের গাছে মোরা ছুঁড়ে দিই ঢিল
আসমানে উড়ে যায় সারি সারি চিল ,
নূনচিক খেলে সবে খেলে বৌ ডু-ডু
শেয়ালের কলরবে বুক দুরু-দুরু l


মোরগের ডাক শুনে উঠি সবে জেগে
এক সাথে থাকি সব নেই কেউ রেগে ,
গরু গুলি নিয়ে চাষী মাঠে করে হাল
পুব দিকে নদী তার মাঝে আছে খাল l