শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি
বুদ্ধি জোরে জগত খ্যাতি,
আকাশ হল সবার এক
অরুণ লাল চোখেই দ্যাখ l


শীতের দিনে সবাই কাঁপি
গোপন থাকে টাকার ঝাঁপি ,
তাপের তরে ঘুরাই পাখা
সবার মনে প্রিয়কে রাখা l


কাটলে দেহ রক্ত লাল
মুখের কাছে দুটোই গাল ,
সবার চুল শোভন করে
বয়স হলে সবাই মরে l


জোছনা মামা শয্যায় হামা
কারও ঘরে নেইতো থামা ,
সুবাস ফুল সবার নাকে
দেহের মাঝে চেতন থাকে l


সবুজ পাতা দোলায় মাথা
বাতাস করে ঘুচায় ব্যথা ,
বৃষ্টি ধারা পুলক আনে
পরশ পেলে নাচের তানে l


বিয়োগ হলে মনের লোক
পায়যে মোরা দারুণ শোক ,
হাসলে পরে দাঁতের খিলি
খাবার খেলে চিবিয়ে গিলি l


ধরার বুকে চালিয়ে হাল
ফসল বুনি ভরাতে গাল ,
সবাই যদি মুখেই খাই
বিভেদ কেন এতরে ভাই ?