দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছি ,
আয়ু কুণ্ডলী হয়ে বাতাসে ভেসে চলেছে l
হঠাত্ পেছন থেকে বিবেক জড়িয়ে ধরে বলে-
কেন ছাই করে ফেলে দিচ্ছিস বেঁচে থাকার নির্যাস?
তুই মর্ত্য ধামে ঈশ্বরের প্রতিনিধি
তোর মাধ্যমেই তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয় ,
একটা পবিত্র জীবন তোর কুলকুণ্ডলিনী তে স্রষ্টা সেভ করে রেখেছেন
তুই কুণ্ডলী কে ইনস্টল করে উন্মুক্ত কর,
দেখবি ;
বাতাসের ছন্দে বয়ে যাবি
নদীর ছন্দে এগিয়ে যাবি ,
সমুদ্রের মত অতলের অধিকারী হবি
পাহাড়ের মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবি ,
অসীমের বুকে সবকে ছোঁয়ার স্বাদ পাবি
প্রত্যেকেই রন্ধ্রে রন্ধ্রে তোর সত্তাকে অনুভব করবে l