জীবন একটি বৃক্ষ
কৈশোরে,কচি পাতার বাহারে সবুজ করে পরিপার্শ্ব ,
নির্মল বাতাসে স্বস্তি করে ক্যানভাস,
পূর্ণিমার চাঁদের আলো খেলতে থাকে চাতালে l


যৌবনে, ফুলের সুবাসে ভরিয়ে তুলে আঙিনা ,
পাকা ফলের স্বাদ ভরা গন্ধে মোহিত করে ,
যত শুক পাখির কিচকিচ l


বার্ধক্যে, ফুল গুলির পাপড়ি একটি একটি করে খসে পড়ে ,
ফল গুলি টপাটপ পড়ে ধরিত্রীর কোলে ,
পাতা গুলি শুকিয়ে বিবর্ণ হয়ে ঘুরে ঘুরে চলে যায় অজানা ঠিকানায় l


তারপর ....
গাছের ডাল গুলি শুকিয়ে ক্ষতিয়ে যায় ;একটি একটি করে ভেঙে পড়ে ,
শিকড় গুলো নিজের ক্ষমতা হারিয়ে অকেজো হয়ে পড়ে l


তারপর ...
একদিন উড়ো ঝড়ে দাঁড়িয়ে থাকা কঙ্কাল টা লুটিয়ে পড়ে ,
যমদূতেরা এসে বাকি টুকু ঘাড়ে করে পুড়িয়ে ছাই,
ছাইয়ের ছাই ...সব টুকু ঠিক যতটা প্রয়োজনীয় সব নিংড়ে নেয় l