মূল্যবোধ তুমি আজ কোথায় ?
সব ত্যাগ করে কোন পাহাড়ের গুহায় প্রশান্ত চিত্তে বিরাজ করছো ?
আজ আমরা সভ্য ,হ্যাঁ হ্যাঁ !
প্রাণীকুলের সর্ব শ্রেষ্ঠ সভ্য জাতি আমরা ,
তুমি থাকলে এই শ্রেষ্ঠত্বের দীঘি তে স্নান করতে পারতাম না,


তুমি নেই বলেই তো -
কুঁড়ি থেকেই আমাদের ভবিষৎ বোতলে বন্দী ,
সবে ফুল খসা ফলটি পেড়ে চটকে লোভ পিপাসা মিটিয়ে
তার ভাবি বৃক্ষ হওয়ার বীজ টিকে হত্যা করতে পারি ,
গহনে লুকিয়ে থাকা পাশবিক লোভ টাই মশলা দিতে পাচার করি,
নিজের আপনজনের দিকে এ্যাসিড-বোমা-গুলি ছুঁড়ে
মনুষ্যত্বের জয়গানে বিভোর করতে পারি ,
নিত্য নতুন অস্ত্র সৃষ্টি করে আমরা নিজের উদ্ভাবনী শক্তির পরীক্ষা দিয়ে বলতে পারি- "আমার হাতেই মুক্তি ঘটবে মানব কুলের"
হুঙ্কার দিয়ে বলতে পারি-"আমরাই মানবতার পূজারী "
আমরা উচিত-অনুচিত ,ভালো-মন্দ এসব বোধ শক্তিকে ট্রেনের চাকায় দিয়ে হিংস্রতার চাদরে মুখ লুকিয়ে নিজ স্বার্থ চরিতার্থের জাল বুনতে সক্ষম l
অর্থের জন্য নিজের রক্ত-মাংস চিবিয়ে-পান করে রঙিন পোশাকে ঢেকে দিতে পারি ,
আমরা বাবা-মা কে বৃদ্ধাশ্রমের ডাস্টবিনে নিক্ষেপ করে বাড়ির নোংরা ক্লেদাক্ত গুলো ব্লিচিং দিয়ে জীবাণু মুক্ত করতে পারি l