রাষ্ট্র একটি বৃক্ষ -
গাছের ডালপালার মতই এর রাস্তাঘাট
গাছের কোষের মতই এর নাগরিক গণ ,
পাতার মতই রাষ্ট্রের একটি ধর্ম মানবতা
পাতার আড়ালে ফুলের মতই জনকল্যাণ ;
ফুলের আড়ালে পাখির মতই নিরপত্তা l
সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য তা হল রাষ্ট্রীয় ঐক্য
এই ঐক্যই হল দেশাত্মবোধ ,
যা নিজের দেশকে ভালবাসতে শেখায় ,
অপর দেশকে মর্যাদা দিতে প্রেরণা দেয়,
সৃষ্টি হয় এক নতুন পরিবেশ -যেখানে মনে হয় সমগ্র বিশ্ব একটি বৃক্ষ,
প্রতিটি রাষ্ট্র এক একটি শাখা ,
প্রতিটি প্রশাখা এক একটি প্রদেশ ,
প্রতিটি পাতা এক একটি জেলা ,
প্রতিটি পাতার অগণিত রন্ধ্রের মত-
আমরা মানুষ -বিশ্বের একজন নাগরিক l