আমরা কলি,আমরা কচি,আমরা কুসুম কাননে
বক্ষ স্থলে,মিহির শোভা ,শশীর সরস আননে l


মানব কোরক ফোটাবো
ঊষর জমিন ফলাবো
মরুর-গহনে নীরদ হয়ে, করবো তারে সমস্থান l
ভৌম গ্রহে আমরা যাবো,করবো তারে বাসস্থান
রক্ত দিয়ে শক্তি দিয়ে ,গড়বো তাকে সৌম্য স্থান l


সেবার স্রাব বহাবো
প্রীতের পরশ ছোঁয়াবো
স্নেহের আধারে বিশ্ব গড়ে ,গাহিব পাখির গান ।
মুক্ত শিশির কণার মত ,করবো শোভন দান
ন্যায়ের বৃক্ষ রোপণ করে ,রাখবো জাতির মাণ l


আমরা কলি,আমরা কচি,আমরা কুসুম কাননে
বক্ষ স্থলে মিহির শোভা ,শশীর সরস আননে l