অক্ষয়-অশেষ-অনন্য তুমি
শেষের দিনের বাসা,
ঐশ্বর্য শালী চির মহত্ তুমি
হৃদয় ভরানো আশা l


ধর্ম-অর্থ-কাম ত্যজী
পদতলে নেবো ঠাঁই,
মন্ত্র-তন্ত্র-জপ জানিনা
শুধু জানি তুমি সাঁই l


চলাও যে-পথে চলি সে-পথে
বলাও যেমন বলি,
তোমার কৃপায় দিনটি কাটে
জোগাও কর্মে বলী l


পাপ-তাপ মোচন কর
শুচি কর জনে,
বিধি-নিধি সবই তোমার
তুমি শুধু মনে l