অবসন্ন অম্বুধিই হাবুডুবু আমি
বুকের চাতালে বিক্ষোভের কালো ছায়া ,
মনের গহনে মেরুর আমেজ
পেঙ্গুইনের ক্যানভাস থেকে একটি পালক;
আমার অতৃপ্ত হৃদয় কে ছুঁয়ে দিলো ।
পালকের লোমে আঁকিবুকি কাটতেই
একটি প্রভা ছুটে এলো ,দেখলাম
আমার ক্যানভাসে লিখা কয়েকটি কথা-
হৃদয় অনন্ত শক্তির আধার ,
ত্যাগ-সেবা-ভক্তিই এই শক্তি উদ্ভাসিত হয় ,
এই শক্তিই আনবে বোধ
এই বোধই প্রাপ্তি সাগরে নিয়ে যাবে l