মানবিক বস্ত্র আজ ছোট হতে হতে
অন্তর্বাসের অবয়ব ,
প্রাণের পতাকার পলে পলে ক্যান্সারের
জীবাণুর নীড় ।
চৈতণ্যের মোর্চায় মসৃণ তেলের
অপর্যাপ্ততা ,
আমাদের হুশ আফিম ঘুষের আড্ডায় মত্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন,
আমরা বলাতকার করেছি আমাদের
ভ্রূণের চরিত্র ,
আমাদের আবরণে পশুরাজের জিনস প্যান্টের আড়ম্বরতা l
আমরা কি স্রষ্টার শ্রেষ্ঠত্বের জোসনায়
অবগাহন করেছি ?
আমরা কি অসীম সমুদ্রের ঢেউ হয়ে
উন্মুক্ত হয়েছি ?
আমরা কি অংশু হয়ে সকলের কাছে
উদ্ভাসিত হতে পেরেছি ?
আমরা কি অনিল হয়ে রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চের অনুভূতি দিয়েছি ?
সকল প্রশ্নের একটাই সহজ উত্তর ' না '
এরপরেও কি আমরা শ্রেষ্ঠ ?