মেঘের তিমিরে অশনি সংকেত
নির্লজ্জ প্রবৃত্তির ঢেউয়ে কম্পিত বসুধা,
লোলুপ অভিলাষের জুলুম মজ্জায় নিয়ে
বাড়ি ফেরা রমণীর উপর পাশবিক দৃষ্টি l


মানবতার বাণী নীরব নিভৃত আজ
সুখের নেশায় মত্ত ইচ্ছারা দানব হয়েছে,
মাথা কুটে মরে ধরার অর্ধ ক্যানভাস
পীড়ন বৃষ্টির আঘাতে ক্ষত বিক্ষত ওরা l


তোমার অবনী কি শুধু মেঘে ঢাকা তারা ?
নাকি মনের ক্যানভাসে বেল্লীকের আবেশ
শম শশীর চাদরে পূত হয়ে ,
গৌরবের উন্মেষ করলে
তোমার সৌরভ বাড়ির টব থেকে
দেয়াল গালিচা হয়ে মজ্জায় মজ্জায়
ছড়িয়ে পড়বে ,দীপ্ত হয়ে রবে নীরবে
ওদের অন্তরে অন্তরে l


ওদের গর্ভে তোমার ভ্রূণের স্বার্থকতা
ওদের হৃদয় রসের মূল্যেই তোমার চেতনা
ওদের ত্যাজেই তুমি মানব ,
মানবতায় সুসজ্জিত হও
বিকশিত করো হৃদয় কুসুম;
ব্যাপ্ত হবে অসীম অনন্তের ক্যানভাসে
দীপ্ত হয়ে রবে নীরবে ওদের অন্তরে অন্তরে l