বুকের ক্যানভাসে তোমার আলেখ্য
মনের গহনে তোমার আবেশ,
রন্ধ্রে রন্ধ্রে তোমার আয়াম
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l


নকশি কাঁথায় শুইয়ে দিয়ে
রামধনু রং ছুঁইয়ে দিয়ে,
প্রণয় ক্ষীরে বসিয়ে দিয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l


সবুজ-পোষে স্নেহ দিয়ে
জল টলটল দীঘি হয়ে,
ধুধু মনে কুসুম হয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l


শ্যাম মোহিনী দুপুর বেলা
গহ্বর ভরে ছন্দে মেলা,
রিনিঝিনি নূপুর বোলে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l