বাড়ির জানালা হয়ে
রোদ্দুর আমার সারা দেহে চুমু এঁকেদিলো
শিরায় শিরায় স্পন্দনের অনুভূতি;
দুহাত বাড়িয়ে সবিতাকে বললাম
" তুমি শুধু আমার "
নির্বাক-অংশু-নিরুত্তর,
শুধু অট্টহাসিতে তাঁর ভুবন খানি কে
মাতিয়ে দিলো l


উঁচু সিঁড়ি বেয়ে
জলরাশি আমার সারা দেহ ছুঁয়ে দিলো
রন্ধ্রে রন্ধ্রে স্নানের অনুভূতি ;
দুহাত বাড়িয়ে ঝোরকে বললাম
" তুমি শুধু আমার "
নীরব-নির্ঝর-নিরুত্তর ,
শুধু প্রবাহ গতিতে তাঁর প্রাসাদ কে
মাতিয়ে দিলো l


নীল আকাশ হয়ে
কাশ ঘন পেঁজা মেঘের ভিতর থেকে
জোছনা লুটোপুটি করলো কায়াতে;
দুহাত বাড়িয়ে বিধুকে বললাম
" তুমি শুধু আমার "
নিস্তব্ধ-নিশাকান্ত-নিরুত্তর ,
শুধু মৃদু হাসিতে তাঁর পরিবার কে
মাতিয়ে দিলো l


নির্বাক-অংশু-নিরুত্তর
নীরব-নির্ঝর-নিরুত্তর
নিস্তব্ধ-নিশাকান্ত-নিরুত্তর ;
শুধু আমি প্রশ্ন করি
রিক্ত হৃদয়ে সিক্ত আঁখিতে
ওদের দানসাগরে অবগাহন করি ,
মনে মনে ভাবি তোমাদের মত আমিও
যেন হৃদয় টিকে দরিয়া করতে পারি l