ব্যস্ত-ক্লান্তময় জীবনের মুখচ্ছবিতে হতাশার কালিমা,
আমাদের জীবন কে টর্নেডোর ধ্বংসস্তুপে পরিণত করে l


আমাদের জীবনের চলার পথ অতি সংক্ষিপ্ত ;
যে কোন মুহূর্তেই মধ্যাহ্ন সূর্যের মত পশ্চিমে ঢলে পড়তে পারি l
  
এই সংক্ষিপ্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সজাগ থাকতে হবে ;
বৃষ্টির পূর্বে মেঘ যেমন নিজেকে সাজায়
প্রদীপ জ্বালানোর পূর্বে যেমন সলতে পাকিয়ে নিতে হয় তেমনি শ্রেষ্ঠ মানব হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে,
চিরন্তনতার প্রতি সীমাহীন আকর্ষণ ও আধুনিক সভ্যতার প্রতি গভীর অনুরাগ আনতে হবে ;
জীবনের প্রতিটি প্রহরে মানব সেবার কাজে নিয়োজিত থাকতে হবে l
তাহলেই জীবন সাগরের বুকে হাজার আলোর ঝলকানি চোখে পড়বে ;
সংক্ষিপ্ত জীবনের ইতিহাসে জগদ্দল পাথরের মত বসে থাকা অচলায়তনের বুকে অনুভূত হবে স্পন্দন l