শুনছো নীলাঞ্জনা ,
আর কবিতা লিখছি না
সময়ের কার্ণিশে ব্যস্ততার ভিড়ে
কাব্যিক চেতনার আলো ক্ষীণ হয়েছে ,
ঘন তমসে কবিতারা শ্বাস রুদ্ধ ,
ছিটেফোঁটা জলে মাছের মত ওদের জীবন
শুরুর আগেই বিদায়ের বিষাদ সুর l


আগে তুমি সকল কাজের মাঝে
একটু সময় বার করে কবিতা গুলোর
প্রাণ সঞ্চার করতে ,
হৃদয়ের জানালা দিয়ে উঁকি দিয়ে বলতে -
সুন্দর ,অসাধারণ ,বেশ ভালো ইত্যাদি l


আজ তুমি অর্থের ঝাড়বাতি আলোয় আলোকিত
হাজার প্রযুক্তির মেলায় তোমার মন হারিয়ে গেছে ;
চাওমিন এগরোলের যুগে শুকনো সেঁকা  রুটির গন্ধ তোমার নাকে বড্ড বেমানান l


কবিতা গুলো আজ আলমারির কাঁচের ভিতর ছটফট করে,
তারাও রক্তিম সূর্যের আলোয় রঙিন হয়ে মনের ক্যানভাসে শিশিরের মত স্বাধীন হতে চায় ,
কিন্তু তোমার ব্যস্ততার তিমির ভেদ করে আসতে পারে না ,
তাই নীলাঞ্জনা আর লিখছি না ,
তোমার স্পর্শ না পেলে ভ্রূণেই  ওরা....l