আমরা এক একটি গ্রহ-
নক্ষত্রের আলোয় আলোকিত হওয়ার মত-
ঈশ্বরের কিরণে আমাদের জীবন তরী বয়ে চলে l
নক্ষত্রের বিচ্ছিন্ন ক্ষুদ্র অংশ যেমন গ্রহ
তেমনি সৃষ্টি কর্তার পরমাণু হয়ে ক্রিয়া করে চলেছি আমরা l
গ্রহের বিভিন্ন মন্ডলের মত-
আমাদের দেহের বিভিন্ন অংশ আমদেরকে সচল করে রেখেছে l
গ্রহের যেমন অক্সিজেন এবং কার্বনডাই অক্সাইড জীব জগতে বৈচিত্র্য এনে দেয়;
তেমনি আমাদের রক্ত আর হরমোন আমাদের শরীরে শক্তির পাথেয় l
গ্রহের প্রাথমিক উপাদান মাটি যা জীব সৃষ্টি ও রক্ষকের অন্যতম রসদ, তেমনি আমাদের দেহের সৃষ্টি ও রক্ষক কোষ-যার একত্রিত রূপই দেহ l
গ্রহের সমস্ত শক্তির উৎস যেমন সূর্য-
তেমনি আমাদের সমস্ত শক্তির উৎস মন,
যার জন্য অনুভব করি আমি অস্তিত্বশীল ;আমি আছি l
হিলিয়াম গ্যাসের অবলুপ্তি যেমন গ্রহের সংকোচন ডেকে আনে এবং ধীরে ধীরে কালো করে ধ্বংসের দিকে নিয়ে যায়;
তেমনি মানব মনের সামাজিক অবক্ষয় মানব কে সংকীর্ণ করে ধংসের দিকে ধাবিত করে চলেছে l