নাম নিয়ে ধন্দে বাংলা না বঙ্গ
কোন নাম সেরা হবে এই নিয়ে রঙ্গ ,
যায় হোক নাম ভাই আমি দেব সঙ্গ
সেরা হোক বিশ্বে ভারত মায়ের অঙ্গ l


গাছে ফুল ফুটলে তবে আসে গন্ধ
জলধির লহরী মনে আনে ছন্দ ,
মহান রাজ্য হয়ে মুছে দিক দ্বন্দ্ব
যাই হোক নাম ভাই রাখি নিকো ধন্দ l


সন্ত্রাস-ক্যান্সারে ধরাশয়ী বিশ্ব
ধ্বংসের-তাণ্ডবে হব সবে নিঃস্ব ,
বাঙালি জেগে উঠো হও ভূ'র শিষ্য
বিবেকের পাল তুলে হও নভের তিষ্য l


সবার আগে ভাবনা বাঙালির কৃষ্টি
পরের তরে প্রাণ দান এই ছিল  দৃষ্টি ,
অনুকরনে পটু এখন করি নাই সৃষ্টি
অলস প্রাণে সঙ্গ চেয়ে চাই মোরা বৃষ্টি l


উঠো ভাই জেগে সব কর মোহ নষ্ট
খোশ গল্পেতে মেতে ডেকো নাই কষ্ট
সাম্যের গান গাও হও নাকো ভ্রষ্ট
বিশ্বের সভাঘরে বাংলা হোক স্পষ্ট l